
আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবে উদযাপন হচ্ছে ঈদুল আযহা। সেই সাথে, ঈদ উদযাপন হচ্ছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের একাধিক দেশে। রবিবার মুজদালিফায় ফজরের নামাজের পর ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ২০ লাখ মুসল্লি।
পরে ঈদের নামায শেষে আবারো মিনায় যান হাজীরা। সেখানে বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে, গোসল করে ঈদ উদযাপন করছেন হাজিরা।
এদিকে, ঈদ উদযাপন হচ্ছে মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ইন্দোনেশিয়া, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্বের সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াতে সবচে’ বড় ঈদ জামাত হয় রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম