
আন্তর্জাতিক ডেস্কঃ তানজানিয়ায় একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৬৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
অনলাইনে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, ট্যাংকারে আগুন জ্বলছে আর আগুনে দগ্ধ লোকেরা রাস্তায় পড়ে রয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, মরোগোরো শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি বন্দর নগরী দার এস সালাম থেকে ২শ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মরোগোরো শহর কার্গো এবং জ্বালানী সরবরাহের একটি অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়।
এটি তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত।
জানা গেছে, ওই ট্যাংকার থেকে লোকজন জ্বালানী নেয়ার চেষ্টা করছিল। সে সময়ই জ্বালানীসহ ট্যাংকারটি উল্টে যায় এবং এতে বিস্ফোরণ ঘটে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম