4:08 PM, 13 November, 2025

মঙ্গলের অভিযাত্রীরা স্মৃতি হারাতে পারেন

mars_2

আন্তর্জাতিক ডেস্কঃ লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল গ্রহে যেসব নভোচারীরা যাচ্ছেন তারা স্মৃতিশক্তি হারানোসহ উদ্বেগজনিত মানসিক সমস্যায় ভুগতে পারেন বলে সাম্প্রতিক এক গবেষণায় সতর্ক করে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণা করে এই তথ্য আবিষ্কার করেন।  সোমবার ‘ইনিউরো’ নামক একটি ওয়েবসাইটে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।

মঙ্গল অভিযান নভোচারীদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এটি জানার জন্য বিজ্ঞানীরা এক দল ইঁদুরের উপর দীর্ঘ এবং স্বল্প মাত্রার বিকিরণের প্রভাব পরীক্ষা করে দেখেন।

৬ মাস ধরে পরীক্ষার পর দেখা গেছে, এই বিকিরণে ইঁদুরগুলোর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।  বিশেষ করে মস্তিষ্কের যে অংশটি স্মৃতিশক্তি এবং কোন কিছু শেখার ক্ষমতা নিয়ন্ত্রণ করে সেটির ক্ষতি হয়েছে।  প্রসঙ্গত, নভোচারীরা ছয়মাস সেখানে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।

এই গবেষণার প্রধান উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা জানান, যেহেতু নাসা মঙ্গল অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেহেতু মহাকাশের বিকিরণের ফলে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি জানার জন্য এটি করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিকিরণের সংস্পর্শে আসার ফলে মস্তিষ্কের অ্যামিগডালা অঞ্চলের ক্ষয় হতে পারে।  মস্তিষ্কের এই অংশ সংবেদনশীল স্মৃতি এবং প্রতিক্রিয়া গঠন করে।

এদিকে মহাজাগতিক বিকিরণ প্রসঙ্গে কর্মকর্তারা জানাচ্ছেন, ক্যান্সার সৃষ্টি করতে পারে এরকম রশ্মির ঝুঁকি থেকে নভোচারীদের রক্ষা করার প্রযুক্তি এখনো আবিষ্কৃত হয়নি।  মনোবিজ্ঞানীদের আশংকা, মিশন শেষে নভোচারীরা পৃথিবীতে ফিরে আসার পর স্বাভাবিক জীবন যাপন করতে গিয়ে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়বেন।