2:08 PM, 13 November, 2025

জাতিসংঘে কাশ্মীর সংকট উত্থাপন করবে পাকিস্তান

imran-khan_12

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ক্ষমতাসীন জনতা পার্টি (বিজেপি) কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেওয়ার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে উত্থাপনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার পাকিস্তানের সংসদে যৌথ অধিবেশন চলাকালে এ ঘোষণা দেন তিনি। খবর একপ্রেস ট্রিবিউন

ইমরান বলেন, “তারা (বিজেপি) কাশ্মীরে তাদের বর্ণবাদী আদর্শ বাস্তবায়ন করছে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করায় নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এর মাধ্যমে কাশ্মীরে বহিরাগতের জমি কেনা এবং উপত্যকায় বসতি স্থাপনের পথ সুগম করা হয়েছে। ভারত সরকার জাতিগতভাবে কাশ্মীরিদের নির্মূল করার ষড়যন্ত্র করতে পারে বলে আশংকা প্রকাশ করেন ইমরান।

ভারতের এ পদক্ষেপ এই অঞ্চলে সংঘাত সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি এ অঞ্চলের রাষ্ট্রপ্রধানদের কাছে বিষয়টি উত্থাপন করবেন এবং বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাবেন।

ভারতে মুসলিমবিরোধী এজেন্ডা গ্রহণ করে মোদী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে বিশ্ব সম্প্রদায়কে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইমরান খান। তিনি বলেন, ভারত সরকার তার আদর্শের প্রচারের জন্য নিজস্ব সংবিধান লঙ্ঘন করেছে এবং অধিকৃত কাশ্মীরকে তার বিশেষ মর্যাদা থেকে বঞ্চিত করেছে। বিশ্ব সম্প্রদায় যদি এখনি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বিষয়গুলো আরও খারাপের দিকে চলে যাবে। যার জন্য পাকিস্তান দায়ী থাকবে না।

ইমরান খান বলেন, ভারত কাশ্মীরিদের দমন করতে চাইলে কাশ্মীরিরা প্রতিক্রিয়া দেখাবে। এতে সেখানে সহিংসতা হবে।  যা অতীতেও পারমানবিক সংঘাতের পথ সুগম করেছিল। তিনি বলেন, বিজেপি কাশ্মীরিদেরকে তাদের সমতুল্য মনে করে না। “তারা পুলওয়ামার মতো কাশ্মীরেও কোনো ঘটনা ঘটাতে পারে এবং তার দোষ পাকিস্তানের উপর চাপাতে পারে।

প্রধানমন্ত্রী ইমরান পুনরায় উল্লেখ করেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তার প্রতিশোধ নেবে। তিনি বলেন, পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর সাথে আরও ভাল সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু, সম্প্রতী ভারত সরকার আরএসএসের ফ্যাসিবাদী আদর্শ বাস্তবায়ন করছে।

পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা নয়াদিল্লিকে জানিয়েছে যে পাকিস্তান পুলওয়ামা হামলায় জড়িত নয়। কিন্তু তারা পাকিস্তানকে বলির পাঠা হিসাবে ব্যবহার করেছিল। তিনি আরও বলেন, পাকিস্তানী সেনাদের হাতে আটক হওয়া ভারতীয় পাইলট অভিনন্দন ভার্থমনকেও শুভেচ্ছার ইঙ্গিত হিসাবে তার দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং এই বার্তা পাঠানো হয়েছিল যে ইসলামাবাদ কোন অসুস্থ ইচ্ছা পোষণ করে নি।