আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসীদের পরিত্যক্ত আস্তানা থেকে আমেরিকার তৈরি উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিরিয়ার সেনা বাহিনী। এসব অস্ত্রের মধ্যে রয়েছে আমেরিকার টিওডাব্লিউ মিসাইল, উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন কামান ও মর্টারের গোলা।
রবিবার দেশটির দক্ষিণাঞ্চল থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয় । সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে পার্স টুডে।
ওই খবরে বলা হয়, সরকারি সেনারা প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করে যার মধ্যে ২৩টি র্যাপিড-ফায়ারিং ও বিমান-বিধ্বংসী স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র, বিপুলসংখ্যক মেশিনগানের গুলি এবং বিভিন্ন ধরনের রাইফেল ও রকেট রয়েছে। এছাড়া রকেট চালিত গ্রেনেড, এক্সপ্লোসিভ রিঅ্যাকটিভ আরমার্স, হ্যান্ড গ্রেনেড, ক্যামেরা বসানো গোয়েন্দা ড্রোন এবং নাইট-ভিশন গোগলস উদ্ধার করা হয়।

সূত্রের বরাত দিয়ে বলা হয়, মাটির নিচে দুটি টানেলের মধ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উগ্র সন্ত্রাসীদের আস্তানা থেকে এই প্রথম অস্ত্র উদ্ধার করা হয় নি বরং আগেও বহুবার এমন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৬ জুন সিরিয়ার সরকারি সেনা বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে পরিচ্ছন্ন অভিযান চালায়। সে সময়ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিলো।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম