2:01 PM, 13 November, 2025

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩৪

untitled-6_2

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩৪ বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১৭ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের আব খোরমা হেরাত-কান্দাহার হাইওয়েতে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী।

ফারাহ পুলিশ প্রধানের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব বলেন, কান্দাহার-হেরাত মহাসড়ক দিয়ে চলাচল করার সময় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।

আফগান সরকারের মুখপাত্র সাদিক সিদ্দিকি এ বোমা হামলার জন্য জঙ্গিগোষ্ঠী তালেবানকে দায়ী করেছেন।

তবে কেউ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

এর একদিন আগে দেশটির কান্দাহার অঞ্চলে আত্মঘাতি হামলা চালায় সন্ত্রাসীরা। তাতে ৩ শিশু নিহত ও অপর ২৩ জন আহত হয়। রয়টার্স, এএফপি