আন্তর্জাতিক ডেস্কঃ তিন তালক দিলে ভোগ করতে হবে ৩ বছর জেলা। কারণ ভারতে মুসলিমদের মৌখিকভাবে বিবাহ বিচ্ছেদ নিয়ম তিন তালাক প্রথা বাতিল করা হয়েছে। এই আইনে কোনো মুসলিম স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিলে স্বামীকে সর্বোচ্চ তিন বছরের জেল-জরিমানা ভোগ করতে হতে পারে। এখন শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষর করেলেই বিলটি আইনে পরিণত হবে।
মঙ্গলবার (৩০ জুলাই) দেশটির রাজ্যসভায় ৯৯-৮৪ ভোটে বিলটি পাস হয়। এর আগে ‘প্রোটেকশন অফ রাইটস অফ ম্যারেজ-২০১৯’ নামে ওই বিলটি রাজ্যসভায় তোলা হয়। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
এর আগে, ২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে রায় দেয়। এরপর এ নিয়ে বিল আনলেও তা বাস্তবায়ন করতে পারেনি মোদি সরকার। তবে গত সপ্তাহে ৩০৩ ভোটে লোকসভায় বিলটি পাশ হয়। এ সময় রাজ্যসভায় কয়েকটি দল ওয়াক আউট করলে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও বিল পাস করতে কোনো অসুবিধা হয়নি বিজেপির।
বিলটি পাসের পর উচ্ছ্বাস প্রকাশ করে মোদি তার টুইটারে লেখেন, ‘এত দিনে তিন তালাকের মতো একটি প্রাচীন এবং মধ্যযুগীয় প্রথাকে আবর্জনার স্তূপে ছুড়ে ফেলে দেয়া গেলো। মুসলিম নারীদের প্রতি এতদিন ধরে চলে আসা একটি ঐতিহাসিক ভুল শোধরানো সুযোগ হয়েছে। এটা লিঙ্গ বৈষম্যে বিরুদ্ধে জয়। এর ফলে সমাজে সমানাধিকার প্রতিষ্ঠার পথ আরো প্রশস্ত হল। আজ ভারতের খুশির দিন।’
এদিকে বিলটির বিরোধীতাকারীরা বলেন, ‘কট্টর হিন্দু জাতীয়তাবাদের বিশ্বাসী মোদির টার্গেটে পড়েছে মুসলিমরা। এই উদ্যোগে মুসলমানদের পারিবারিক ঐতিহ্য বাধাগ্রস্ত হবে ও অপব্যবহার করা হবে আইনটির।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম