আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে জানাজা নামাজের পূর্ব মুহূর্তে কাফনের ভেতর থেকে নড়েচড়ে উঠে বসলেন মৃত ব্যক্তি। তা দেখে মৃত্যু হল জানাজা পড়তে আসা ইমামের। এই ঘটনা সবাইকে চমকে দিয়েছে।
সৌদি আরবের ‘লাইফ ইন’ নামে একটি ওয়েবসাইটে তথ্য সূত্রে জানা গেছে, হাসাপাতালে চিকিৎসার সময়ে মৃত বলে ঘোষণা করা হয় একজনকে। তবে সেই সময়ে তার মৃত্যু হয়নি। তার শ্বাস প্রশ্বাস ধীর গতিতে হচ্ছিল। এতটাই ধীর গতিতে শ্বাস নিচ্ছিলেন যে চিকিৎসক শুধু মৃত বলেই ঘোষণা করেননি, ডেথ সার্টিফিকেটও দিয়েছেন।
এরপর ওই মৃত ব্যক্তিকে দাফনের আয়োজন করা হয়। ইমাম এসে জানাযা করার সময় মৃত ব্যক্তি নড়েচড়ে উঠে বসেন। এই দৃশ্য দেখা হৃদরোগে আক্রান্ত হন ওই ইমাম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম