আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের ৭ মাসে আমেরিকার বিভিন্ন স্থানে ২৪৬টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮০০ জন। মার্কিন ট্র্যাকিং ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভ সোমবার (২৯ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে।
এসব ঘটনার মধ্যে ভার্জিনিয়ায় গোলাগুলির ঘটনায় সর্বাধিক মানুষের মৃত্যু হয়। গত ৫ জুনের ওই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়।
সবশেষ, গতকাল (২৮ জুলাই) ক্যালিফোর্নিয়ায় একটি ফুড ফেস্টিভ্যালে এক বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় দেশটির উত্তর ক্যালিফোর্নিয়ার গিলরয় গার্লিক ফেস্টিভ্যালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কোকে বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ওই বন্দুকধারী অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে শুরু করে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।
এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলেও জানিয়েছেন ব্রাক্কো। তবে, গুলি চালানোর সময় আটককৃত ব্যক্তির সাথে অন্য এক ব্যক্তিও ছিলেন বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া পুলিশ।
এঘটনায় এক টুইট বার্তায় দেশটির জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম