আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এখন বিজ্ঞান প্রিয় মানুষদের কাছে সবচেয়ে আলোচিত নাম মুথায়া ভনিতা ও রিতু কড়িঢাল। কারণ এই দুই নারীর নেতৃত্বেই প্রথম চাঁদে যাত্রা করে চন্দ্রাযান-২। সবচেয়ে বেশি কন্যা শিশুর ভ্রুণ হত্যা করার দেশটিতে এই দুই নারীর এমন সাফল্যের খবর তাই স্থান করে নিয়েছে সারা বিশ্বে।
রবিবার (২২ জুলাই) দেশটির অন্ধ্র প্রদেশ থেকে স্থানীয় সময় ২টা ৪৩ মিনিটে যাত্রা শুরু করে। আর এই অভিযানে দেশটির ব্যয় ১০০০ কোটি টাকা। এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) এই প্রকল্পটির পরিচালক মুথায়া ভনিতা আর রিতু কড়িঢাল হলো দ্বিতীয় চন্দ্রযানের মিশন পরিচালক।
মুথায়া ভনিতা স্পেস এজেন্সির সঙ্গে কাজ করছেন ২০ বছর ধরে। ২০১৩ সালের নভেম্বরে ইসরো মঙ্গলে ‘মঙ্গলযান’ নামে যে মহাকাশযান পাঠায়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। আর মঙ্গলযানের ডেপুটি অপারেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন রিতু কড়িঢাল। এজন্য তাদের বলা হচ্ছে ভারতের ‘রকেট উইমেন।’
ইসরো পক্ষ থেকে বলা হয়, এখন পর্যন্ত যতগুলো চন্দ্রযান চাঁদে গেছে, সেগুলো অবতরণ করেছে চাঁদের উত্তর মেরুতে। আগামী ৬ বা ৭ সেপ্টেম্বর চন্দ্রযান–২ প্রথম মহাকাশযান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। ইসরোর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট এটি। উদ্দেশ্য, চাঁদে পানি ও খনিজ পদার্থের খোঁজ করা।
প্রসঙ্গত, ভারতের আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে রোভার পাঠাতে সক্ষম হয়েছে। এবার বিশ্বে চতুর্থ দেশ হিসেবে ভারত এই কীর্তি স্থাপন করে রেকর্ড বুকে নাম ওঠালো।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম