12:29 PM, 13 November, 2025

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি রক্ষার সিদ্ধান্ত ভিয়েনায়

vienna

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তিকে রক্ষা করার প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে স্বাক্ষরকারী দেশ গুলো। চুক্তিটির সংশ্লিষ্ট দেশগুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। যৌথ আলোচনা শেষে এর সমাপনী ঘোষণায় এ কথা জানানো হয়। ইরান, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া ওই বৈঠকে অংশগ্রহণ করে।

রবিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতির ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এমন খবর প্রকাশ করেছে পার্স টুডে।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক উপ-প্রধান হেলগা শ্মিড ওই বৈঠকের সভাপতিত্ব করেন এবং সভা শেষে সমাপনী ঘোষণা পড়ে শোনান।

ওই যৌথ ঘোষণায় বলা হয়, ‘আজকের বৈঠকে পরমাণু কর্মসূচি পরিচালনায় ইরানের প্রতিশ্রুতি এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি পাশ্চাত্যের পক্ষ থেকে দেয়া হয়েছিল তা নিয়ে আলোচনা হয়েছে।’

ঘোষণায় আরো উল্লেখ করে, ‘মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পরমাণু সমঝোতা রক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।’

এছাড়া মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য বিশেষ ব্যবস্থা ‘ইন্‌সটেক্স’ নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এ প্রসঙ্গে হেলগা শ্মিড জানান, বর্তমানে ইইউ’র সবগুলো দেশের জন্য ইন্‌সটেক্স’র সদস্য হওয়ার সুযোগ রাখা হয়েছে এবং এরইমধ্যে বেশ কিছু দেশ এটির শেয়ারহোল্ডার হয়েছে।

ভিয়েনা বৈঠক থেকে ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি করার জন্য আগের মতো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে একমাত্র বৈধ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া, পরমাণু সমঝোতা নিয়ে শিগগিরই সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে ইরানের সাথে যুক্তরাষ্ট্রসহ ওই ৪টি দেশের পরমাণু সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই চুক্তি থেকে বেড়িয়ে যান। আর চুক্তিটি স্বাক্ষরের শুরু থেকেই ইসরায়েল ও সৌদি আরব এর বিরোধীতা করে আসছিলো।