আন্তর্জাতিক ডেস্কঃ ৩০ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে তুলে দিয়েছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের করিমগঞ্জের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে এই ৩০ জন বাংলাদেশিকে সীমান্তের ওপারে জকিগঞ্জে বিজিবির হাতে তুলে দেয় আসামের করিমগঞ্জ জেলা প্রশাসন। তারা গত বেশ কয়েকমাস ধরে আসামের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
আসাম পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, 'ডিপোর্ট' বা বহিষ্কার করা এই ৩০ জনের সবাই অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। আর সেই অপরাধে জেল খাটার পর বাংলাদেশে তাদের ফেরত পাঠানো হয়।
বাংলাদেশের জকিগঞ্জ সার্কলের পুলিশ কর্মকর্তারাও এই ডিপোর্টেশনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মে মাসের দ্বিতীয় সপ্তাহেই আসামের সুতারকান্দি সীমান্ত চেকপোস্ট পেরিয়ে ২১জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করা হয়েছিল।
তার আড়াই মাসের মধ্যে এদিন করিমগঞ্জ থেকে আবার ৩০জন বাংলাদেশীকে নিজের দেশে ফেরত পাঠানো হলো, যাদের মধ্যে ২৬জন মুসলিম ও চারজন হিন্দু ধর্মাবলম্বী।
করিমগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তা মানবেন্দ্র দেবরায় বলেন, ‘বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে করিমগঞ্জে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন চেকপোস্টের (পিসিআইপি) মাধ্যমে ৩০ বাংলাদেশিকে বিজিবি-র হাতে তুলে দিয়েছি।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম