আন্তর্জাতিক ডেস্কঃ সাধারণত মানুষ খিতে পেলে খাবার খাবে এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু সেই খাবার যদি হয় সোনার গয়না, কয়েন? হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। যা চিকিৎসকরা একঘন্টা ১৫ মিনিট ধরে অস্ত্রোপচার করে বের করে।
অদ্ভুত স্বভাবের ২২ বছর বয়সের ওই নারীর নাম রুনি খাতুন। তিনি জেলার মাড়গ্রামের কানাইপুরের বাসিন্দা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা জি নিউজ।
অস্ত্রোপচার করে রোগীর পাকস্থলী থেকে ৬০টি কয়েনসহ সোনার বালা, আংটি, কানের দুল, চেন, ঘড়ি, নাকের নথ, পায়ের নূপুর প্রভৃতি। দীর্ঘ অস্ত্রোপচারের পর ওই নারীর পেট থেকে ১ কেজি ৬৪০ গ্রাম গয়না বের করেন বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা। বমি ও পেটের যন্ত্রণা নিয়ে গত ৭ দিন আগে ওই হাসপাতালে ভর্তি হন রুনি খাতুন।
এ বিষয়ে রোগীর চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাস জানান, এক্স-রে দেখে বোঝা যায় তার পেটে ধাতব কিছু রয়েছে। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। তার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল অস্ত্রোপচার শুরু করেন।
রোগীটির পরিবার জানায়, রুনি মানসিক ভারসাম্যহীন ছিলো। বাড়িতে মনোহরির দোকান রয়েছে। সেখান থেকেই কয়েন, বালা খেয়ে ফেলেছিলো সে। এছাড়া বাড়ির লোকজনের বিভিন্ন সোনার গয়না, ঘড়ি সব আস্ত খেয়ে ফেলে সে। খিদে পেলেই সে এসব খেয়ে ফেলত। আর সেগুলোই পাকস্থলীতে গিয়ে আটকেছিলো।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম