12:00 PM, 13 November, 2025

গরমে অপরাধ না করতে পুলিশের আহ্বান!

untitled-1_4958

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় প্রচণ্ড গরমের কারণে ম্যাসাচুসেটস রাজ্যের ব্রেইন্ট্রি নগরীর পুলিশ নাগরিকদের প্রতি এক অভিনব আহ্বান জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে ১৯ জুলাই এক বিবৃতিতে নগরীর লোকজনকে গরম না কমা পর্যন্ত অপরাধ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আগামীকাল সোমবার গরমের তীব্রতা কমে যাওয়ার কথা। পুলিশ বলছে, এমন গরমে অপরাধ করাটা রীতিমতো ঝুঁকিপূর্ণ।

তাপমাত্রা ১০২ ফারেনহাইটে পৌঁছানোর পূর্বাভাস দিয়ে বার্তায় বলা হয়েছে, গরমের এমন তীব্রতায় অপরাধ করা রীতিমতো ঝুঁকিপূর্ণ। তাই ঘরের মধ্যে এসি চালু রেখে, ভিডিও গেম খেলা বা নিজ বাসার বেসমেন্টে কারাতে প্র্যাকটিস করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রেইন্ট্রি নগর পুলিশের এমন বার্তা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেইন্ট্রি নগরীর পুলিশের দেওয়া ফেসবুক বার্তাটি একদিনে লক্ষাধিকবার শেয়ার হয়েছে।