9:42 AM, 13 November, 2025

অ্যানিমেশন স্টুডিওতে আগুন দেয়া ব্যক্তি শনাক্ত

untitled-1_4936

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের কিয়োটোতে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম শিনজি অ্যাওবা (৪১) বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অগ্নিসংযোগের পরপরই সন্দেহভাজন শিনজি অ্যাওবাকে আহত অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে, এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

জাপানি পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সাড়ে ১০ টার দিকে সকাল জাপানের কিয়োটোতে একটি তিন তলা ভবনে অজ্ঞাত দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগ করে সন্দেহভাজন এক ব্যক্তি। মুহূর্তেই সেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভবনে অবস্থানরত ৭০ ব্যক্তির মধ্যে ৩৩ ব্যক্তি নিহত হন।