
আন্তর্জাতিক ডেস্কঃ পরীক্ষা দিয়েছে ৯৫৯ জন পরীক্ষার্থী। প্রত্যেকের খাতার লেখায় প্রতিটি ভুল ও সঠিক উত্তর ছাড়াও দাঁড়ি-কমাসহ হুবহু মিলে গেছে। এমনকী, সকলের ভুলগুলোতেও অকাট্য মিল। তাও আবার বোর্ড পরীক্ষায়। খাতা দেখতে গিয়ে স্তব্ধ হয়ে গেছেন শিক্ষকরা।
তাও আবার একটি বিষয়ের পরীক্ষার বেলায় নয়, চার চারটি পরীক্ষার খাতায় এইরকম কাণ্ড ঘটেছে। এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে।
এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতা দেখা চলছিল।
খাতা দেখা শুরু কিছুক্ষণের মধ্যেই চোখ কপালে ওঠে যায় গুজরাট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের শিক্ষকদের। খাতা দেখতে গিয়ে তারা দেখলেন, ৯৫৯ জন পরীক্ষার্থীর খাতার উত্তর হুবহু এক। শুধু তাই নয়, ওই সব উত্তরপত্রের মধ্যে ভুলগুলোও মিলে যাচ্ছে।
গণহারে নকল করার এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছেন বোর্ড কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রাজ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এত বড় নকলের ঘটনা আগে কখনো ঘটেনি। অ্যাকাউন্টিং, অর্থনীতি, ইংরাজি সাহিত্য এবং রাশিবিজ্ঞানে এই নকলের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছে বোর্ড।
আরও মজার ব্যাপার হলো, একটি পরীক্ষা কেন্দ্রের ২০০ জন পরীক্ষার্থী একই রচনা লিখেছে, যার প্রতিটি শব্দ-বাক্য হুবহু এক! পরীক্ষার খাতা মূল্যায়নকালে এই গণহারে নকলের ঘটনা ধরা পড়ে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম