আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে গুলিবষণের ঘটনায় তুরস্কের একজন কূটনীতিক ও একজন কনস্যুলেট কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির এরবিল শহরের বুধবার দুপুরে একটি রেস্টুরেন্টে গুলিবষণের ঘটনায় তার মৃত্যু হয়। ইরাকের নিরাপত্তা বাহিনী ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এ হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে তুরস্ক, ইরান ও এরবিলের কুর্দি কর্তৃপক্ষ। ইরান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা পার্স টুডে এমন খবর প্রকাশ করেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন এরবিলের তুর্কি কনস্যুলেটের উপপ্রধান যখন রেস্টুরেন্টে দুপুরের খাবার খাচ্ছিলেন তখন একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে উপর্যপুরি গুলি চালিয়ে পালিয়ে যায়। এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী সম্ভাব্য হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে।
এ হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে তুরস্কের সরকার বলেছে, ‘দেশটি এরইমধ্যে সম্ভাব্য হামলাকারীদের চিহ্নিত ও পাকড়াও করতে প্রচেষ্টা শুরু করেছে।’
এ বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, ‘এ হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।’
প্রসঙ্গত, এরবিল হচ্ছে তুরস্কের সীমান্তবর্তী ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী শহর। তুর্কি সরকার তুরস্ক ও ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করে বলে কুর্দি বিদ্রোহীরা আঙ্কারার ওপর ক্ষুব্ধ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম