প্রতি ২ জঙ্গিতে মারা যাচ্ছেন ১ সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে দু’জন জঙ্গিকে মারতে গিয়ে গড়ে ১ জন সৈন্য প্রাণ হারাচ্ছেন। বিগত ৫ বছরে এভাবে সেনাবাহিনীর সদস্য ও অফিসার মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটির সরকার। বিজেপির নরেন্দ্র মোদী সরকার ৫ বছর আগে দেশটিতে ক্ষমতায় এসেই কাশ্মীরে জঙ্গি সমস্যা মেটাতে ‘জিরো টলারেন্স’নীতি গ্রহণ করেন।
বুধবার দেশটির লোকসভায় সরকারের পক্ষ থেকে একটি পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে গত ৫ বছরে কাশ্মীরে ৯৬০ জন জঙ্গি নিহত হয়েছে। তার বিপরীতে দিকে নিহত হয়েছেন প্রায় ৪১৩ জন সেনা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মতে, এর প্রধান কারণ জঙ্গি দমনে নিরাপত্তাবাহিনীর সক্রিয়তা। তৎপরতা বাড়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। তাছাড়া একাধিক সেনা ছাউনিতে হামলা, সীমান্তে গুলি বিনিময়ের মতো ঘটনাতেও নিরাপত্তাবাহিনীর ক্ষয়ক্ষতি বেড়েছে।
তবে মোদি সরকারের দাবি, প্রাণের বিনিময়ে সীমান্তে কড়া হাতে অনুপ্রবেশ আটকানোয় গত বছরের প্রথম ছ’মাসের তুলনায় এ বছরের প্রথম ছ’মাসে জঙ্গি অনুপ্রবেশ প্রায় ৪৩ শতাংশ কমে গিয়েছে।
