6:05 AM, 13 November, 2025

কর্মী ছাঁটাই করছে হুয়াওয়ে

huawei_7

আন্তর্জাতিক ডেস্কঃ ‘যুক্তরাষ্ট্রে কয়েকশ কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে।’ সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে হুয়াওয়ের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। খবর দ্য ভার্জ।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফিউচারওয়ে টেকনোলজিস নামে একটি গবেষণা সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের কয়েকশ কর্মীকে অব্যাহতি দেয়ার পরিকল্পনা করছে হুয়াওয়ে। এ প্রতিষ্ঠানের অধীনে বেশ কয়েকটি গবেষণাগার পরিচালিত হয়। কিছু চীনা কর্মীকে দেশে ফিরে গিয়ে কোম্পানির সংশ্লিষ্ট শাখায় কাজ করার সুযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে কিছু কর্মীকে এ ব্যাপারে নোটিস দেয়া হয়েছে। বাকিদের শিগগিরই অব্যাহতি নোটিস দেয়া হবে।

চীনা কোম্পানির কাছে পণ্য বিক্রিতে ট্রাম্প প্রশাসনের বিধিনিষেধ আরোপের পর যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের সাবসিডিয়ারিগুলো বেশ বিপাকে পড়েছে। দেশটিতে হুয়াওয়ের সাবসিডিয়ারি কোম্পানিগুলো টিকে থাকতে রীতিমতো লড়াই করে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কর্মী ছাঁটাইয়ের খবর এল।

গত মে মাসে চীনা কোম্পানির কাছে পণ্য বিক্রিতে মার্কিন কোম্পানির প্রতি বিধিনিষেধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।