11:24 AM, 13 November, 2025

ভারতে ভবন ধসে ১৩ সেনা নিহত

building-collapsed

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণের ফলে ভবন ধসে ১৩ সেনা সদস্যসহ ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকালে প্রদেশটির রাজধানী শিমলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সোলানে এই দুঘর্টনা ঘটে। এছাড়াও আরো ২৫ জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সময় ওই ভবনটিতে ৪২ জন ছিলেন। এর মধ্যে ৩০ জন সেনা সদস্য ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এমন খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়, ৩ তলা ওই ভবনটির নিচ তলায় একটি রেস্তোরাঁ ও উপরে ছোট একটি গেস্টহাউস ছিল। সেনাবাহিনীর প্রায় ৩০ জন সদস্য ও তাদের পরিবার নিয়ে উত্তরাখাণ্ড যাচ্ছিলেন। পথিমধ্যে তারা দুপুরের খাবার খাওয়ার জন্য ওই রেস্তোরাঁয় থেমেছিলো।

এদিকে দেশটির টিভি প্রতিবেদনের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানায়, পার্শ্ববর্তী দাগসাই ক্যান্টনমেন্ট থেকে দুপুরের খারার খাওয়ার জন্য তারা ওই রেঁস্তোরায় যায়।

এ বিষয়ে উদ্ধার হওয়া এক সেনা সদস্য বলেন, ‘ঘটনার সময় অন্তত ৩৫ জন সেনা সদস্য অবস্থান করছিল। এর মধ্যে ৩০ জন জুনিয়র কমিশন্ড অফিসার ছিলেন।’

মূলত প্রবল বৃষ্টির ফলে পাহাড়ের ঢালুতে থাকা ভবনটি ধসে পড়ে। এরপর অবহেলার অভিযোগ এনে ভবন মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। ভবনটির মালিকের স্ত্রী ও দুই সেনাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে পুলিশ জানায়, দুর্যোগ মোকাবিলা বাহিনীর দুইটি দল সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছে। পরে আরো একটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে।

এ নিয়ে প্রদেশটির মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এক টুইট বার্তায় জানায়, ভবনটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে।