10:19 AM, 13 November, 2025

সুইডেনে বিমান বিধ্বস্ত, ৯ প্যারাট্রুপার নিহত

untitled-1-recovered-recovered_36

আন্তর্জাতিক ডেস্কঃ সুইডেনের উত্তরাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন মারা গেছেন। দেশটির গণমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, রবিবার দুপুরে উড্ডয়নের পর ২টা ১২ মিনিটের সময় প্লেনটি জরুরি সংকেত পাঠায়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, বিমানটির সব যাত্রী ছিলেন প্যারাট্রুপার। বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। কী কারণে এটি বিধ্বস্ত হল তা এখনো জানা যায়নি।

সুইডিশ সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়েছিলেন।

আরেকটি স্থানীয় সংবাদমাধ্যম ডি  টেলিগ্রাফ জানিয়েছে, ওই এলাকার ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। উদ্ধারকারী দল সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।