6:05 AM, 13 November, 2025

ভ্রমণ ভিসায় ফি বাড়াবে নেপাল

nepal_4

আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশি পর্যটকদের ভ্রমণ ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে নেপাল। আগামী ১৭ জুলাই থেকে পর্যটন ভিসার এ নতুন ফি কার্যকর হবে বলে জানায় দেশটির অভিবাসন বিভাগ। এমন খবর প্রকাশ করেছে নেপালের প্রধান সারির গণমাধ্যম হিমালয়ান টাইমস।

ওই খবরে বলা হয়, বিগত এক দশকে নেপালের পর্যটন ভিসার ফি বাড়ানো হয়নি। সেজন্য মে মাসে দেশটির সরকার ফি বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন নিয়ম অনুসারে, বিদেশি পর্যটকদের ভিসার জন্য ৫ থেকে ৩৫ ডলার পর্যন্ত অতিরিক্ত ফি দিতে হবে। সে হিসাবে বাংলাদেশিদের হবে প্রায় ৪২২ থেকে ২ হাজার ৯৫৭ টাকা। তবে ১৫ দিন মেয়াদের ভিসার ফি এখন ৫ থেকে ৩০ ডলার বেশি গুণতে হবে। আর এক মাস মেয়াদি ভিসার জন্য ৫০ থেকে ৪০ ডলার বেশি দিতে হবে। এছাড়াও এই ভিসা দিয়ে একাধিকবার দেশটিতে ভ্রমণে যেতে পারবে পর্যটকরা।

এ বিষয়ে অভিবাসন বিভাগের পরিচালক এশেঅর রাজ পোডেল বলেন, ‘বিদেশি পর্যটকদের জন্য ভিসা ফি প্রাসঙ্গিক করতেই এই পরিবর্তন আনাটা জরুরি ছিল। নেপাল ভ্রমণ বর্ষ-২০২০ সাল শেষ হওয়ার পর আবারো আমরা এই ভিসা ফি কাঠামোতে পরিবর্তন আনার কাজ করবো।’