
আন্তর্জাতিক ডেস্কঃ অভিভাবকত্ব আইন অনুযায়ী, ভ্রমণের সময় পুরুষের অনুমতি নিতে হয় সৌদি নারীদের। এ আইনে পরিবর্তন আনছে সৌদি আরব। এর ফলে পুরুষের অনুমতি ছাড়াই দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন নারীরা।
ডেইলি মেইলের খবরে বলা হয়, এ বছরই আইনটি কার্যকর হবে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে সৌদির কর্মকর্তারা।
বর্তমানে সৌদি আরবে যে কোনো বয়সের নারী ও ২১ বছরের কম বয়সী পুরুষদের ভ্রমণের সময় পরিবারের পুরুষ অভিভাবকদের অনুমতি নিতে হয়। পরিকল্পিত সংস্কার কর্মসূচি অনুযায়ী এতে পরিবর্তন আনছে সৌদি সরকার।
এর আগে নারীদের গাড়ি চালনার অনুমতি দিয়েছিল সৌদি আরব।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম