
আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতবাসীর। দেশের হার মানতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক যুবক। মৃতের নাম শ্রীকান্ত মাইতি। বয়স ৩৩ বছর। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।
স্থানীয়দের বরাতে ভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ঘণ্টা’ জানিয়েছেন, বুধবার দোকানে বসে মোবাইলে সেমিফাইনাল খেলা দেখছিলেন শ্রীকান্ত। ভারতের একটার পর একটা উইকেট পড়ার সঙ্গে সঙ্গেই মুষড়ে পড়তে থাকেন শ্রীকান্ত। ধোনি আউট হতেই দোকানে লুটিয়ে পড়েন শ্রীকান্ত। আশঙ্কাজনক অবস্থায় তাকে আরামবাগের দক্ষিণ নারায়ণপুর ব্লক গ্রামীণ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এলাকাবাসী জানিয়েছে, অত্যন্ত খেলা পাগল ছিলেন শ্রীকান্ত। বিশেষ করে ক্রিকেট অন্ত প্রাণ ছিলেন তিনি। কিন্তু ভারতের জয়ের আশা শেষ হতেই লুটিয়ে পড়়ে শ্রীকান্ত।
স্থানীয় মিষ্টির দোকানি জানিয়েছেন, একটা চিৎকার শুনে আমরা তার কাছে ছুটে যাই। এরপর দেখি তিনি মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে ভারতকে হতাশ করে প্রথম সেমিফাইনালে শেষ হাসি হাসে কিউইরা। বৃষ্টির কারণে রিজার্ভ ডে'তে গড়ানো ম্যাচে ১৮ রানের জয়ে তারা পা রাখল ফাইনালের মঞ্চে। আর হেরে বাড়ির পথ ধরে টিম ইন্ডিয়া।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম