আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাদিকাবাদে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এসয়ম আহত হয়েছেন ৮৪ জন। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, বৃহস্পতিবার ওয়ালহর রেলওয়ে স্টেশনে আকবর এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনটির সংঘর্ষ হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, সিগন্যাল চেঞ্জের সময় যাত্রীবাহী এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়লে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে আঘাত করে।
এতে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আকবর এক্সপ্রেস লাহোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় যাচ্ছিল।
নিহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। এছাড়া টুইটারে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম