8:30 AM, 13 November, 2025

জমজমের পানি বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো এয়ার ইন্ডিয়া

air-india_2

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্লাইটে হজযাত্রীদের জমজমের পানি নিয়ে উঠাতে জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এর আগে এয়ার ইন্ডিয়া তাদের ফ্লাইটে জমজমের পানি পরিবহনের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিলো।

সংস্থাটি নিজেস্ব টুইটারের এক টুইট বার্তায় এ সংক্রান্ত সংশোধনী ঘোষণা দেয়।

সংস্থাটির নিষেধাজ্ঞামুলক ঘোষণার পরপরেই দেশটির হায়দরাবাদ ও কেরালার হজযাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। একই সাথে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

জমজমের পানি বহনের ওপর এমন নিষেধাজ্ঞায় দেশটির মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। মূলত সমালোচনার মুখে এয়ার ইন্ডিয়া তাদের ওই সিদ্ধান্ত পরিবর্তন করে এবং এর জন্য ক্ষমা প্রার্থনা করে সংস্থাটি।

ওই টুইট বার্তায় সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, তাদের এআই৯৬৬ এবং এআই৯৬৪ বিমানের ফ্লাইটে জমজমের পানির ক্যান বহনে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়া হয়েছে। বিমানের যাত্রীরা জমজমের পানি বহন করতে পারবেন। আগের ঘোষণার জন্য হজযাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছে বিমান সংস্থাটি।

এর আগে এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক প্রভুচন্দ্রন গণমাধ্যমকে বলেন, বোয়ি ৭৩৭ বিমানের ফ্লাইটের ধারণ ক্ষমতা কম। এ কারণেই ক্যানে করে জমজমের পানি বিমানের মধ্যে বহনে সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে।