8:30 AM, 13 November, 2025

চালকের ঘুম কেড়ে নিলো ২৯ প্রাণ

bus_ac

আন্তর্জাতিক ডেস্কঃ ভোরের আলো ফোটার আগেই বাস দুর্ঘটনায় মারা গেলেন ২৯ জন যাত্রী। লক্ষ্ণৌ থেকে দিল্লি যাওয়ার পথে সোমবার ভোররাতে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বাসটি ৫০ ‍ফুট নিচে পড়ে যায়।

এনডিটিভি জানিয়েছে, বাসে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। ঘুমে ড্রাইভারের চোখ লেগে আসায় গাড়ি নিয়ন্ত্রণ হারায়।

উত্তর প্রদেশ পুলিশ টুইটে জানিয়েছে, একটি স্লিপারকোচ বাস লক্ষ্ণৌ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।