আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ইহুদী রাষ্ট্র ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র বলে অভিহিত করেছেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ফিলিস্তিনিদের প্রতি দক্ষিণ আফ্রিকার সংহতি প্রকাশ করে দেয়া একটি বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
শনিবার ম্যান্ডেলার নাতি জুয়েলিভেলিলে ম্যান্ডেলা লন্ডনে ‘প্যালেস্টাইন এক্সপো’ নামে বার্ষিক একটি অনুষ্ঠানে ইসরায়েল রাষ্ট্রের বর্ণবাদী নীতির প্রতি কটাক্ষ করেন। ফিলিস্তিনিদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে প্রতি বছর লন্ডনে এই উৎসবের আয়োজন করা হয়। গত বছর এতে ১৫ হাজার দর্শকের সমাগম ঘটেছিল।
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সংসদ সদস্য জুয়েলিভেলিলে ম্যান্ডেলা বিপুল সংখ্যক দর্শকদের উদ্দেশ্যে জানান, ইসরায়েল রাষ্ট্রটি ২০১৮ সালে এমন একটি আইন পাশ করে যেখানে এই দেশকে ঐতিহাসিকভাবে ইহুদীদের স্বদেশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘ ইসরায়েলের সত্যিকার চরিত্র এবং বাস্তবতা সম্পর্কে আমরা সবসময় যা জেনে এসেছি, এই আইন পাশের মাধ্যমে তাই সকলের সামনে নিশ্চিত হয়েছে। মূলত ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র। ’
তিনি নিজ দেশ দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসকদের বর্ণবাদী আচরণের কথা উল্লেখ করেন। তিনি জানান, সেসময় শ্বেতাঙ্গ বর্ণবাদী শাসকরা দক্ষিণ আফ্রিকার কালোদের সঙ্গে যে বিদ্বেষমূলক আচরণ করেছে এখনকার ইসরায়েল রাষ্ট্রের ইহুদীবাদী শাসকরাও ফিলিস্তিনিদের সঙ্গে একই আচরণ করছে।
ম্যান্ডেলার নাতি উল্লেখ করেন, ইসরায়েলকে ইহুদী রাষ্ট্র হিসেবে ঘোষণার মাধ্যমে ওই দেশে বাস করা অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেয়া হয়েছে। মূলত এর মাধ্যমে নিজ দেশেই তাদেরকে ভিনদেশিতে পরিণত করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম