5:04 AM, 13 November, 2025

গ্যাসের পর এবার তেলের দামও কমাচ্ছে ভারত

petrol-discount-india_0

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গ্যাসের দাম ১০০ রুপি করে কমানোর পর জ্বালানি তেলের দামও কমার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় ভারতের বাজারে পেট্রল, ডিজেল ও অন্যান্য জ্বালানির দাম কমে আসবে। ২০১৮-১৯ অর্থবছরের অর্থনৈতিক সমীক্ষার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার ভারতের লোকসভায় ওই অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনটি তুলে ধরেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই সমীক্ষা প্রণয়নের মূল দায়িত্বে ছিলেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এমন খবর প্রকাশ করে।

সমীক্ষার অনুমান করা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমবে উল্লেখযোগ্য ভাবে। ফলে, তেল আমদানির ‘হাতির বোঝা’ অনেকটাই কমবে। ‌যার জেরে দেশে পেট্রল, ডিজেল ও অন্যান্য জ্বালানির দাম কমতে পারে। তবে বাড়বে জিডিপি বৃদ্ধির হার।

সেখানে আরো বলা হয়, ২০২০ অর্থবছরের শেষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশে পৌঁছাবে। উল্লেখযোগ্যভাবে বাড়বে বেসরকারি বিনিয়োগের হারও। বাড়বে ক্রেতা বাজার। মানুষের ক্রয়ক্ষমতা। আর কমবে রাজস্ব ঘাটতির পরিমাণ।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জিডিপি বৃদ্ধির হার বেড়ে ৭ শতাংশে পৌঁছালে ভারত ফের চীনকে টপকে সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা অর্থনীতির দেশ হয়ে উঠতে পারবে।