ভারতীয় সেনাদের সাহায্য করবে ন্যাটো, বিল পাস যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতকে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)’র সহযোগি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিল পাস হয় মার্কিন সিনেটে। এর আগে এই ধরণের সুবিধা ভোগ করতো যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু রাষ্ট্র ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকা।
২০২০-২১ অর্থবছরের জন্য ‘দ্য ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)’ নামে এ বিলটি উত্থাপন করেন সিনেটের ইন্ডিয়া ককাসের দুই কো-চেয়ার সিনেটর জন করনিন ও সেনেটর মার্ক ওয়ার্নার। ভারতীয় সংবাদ সংস্থা জি নিউজ ও আনন্দবাজার এমন খবর প্রকাশ করে।
মার্কিন সিনেটে বিলটি পাস হওয়ার ফলে ন্যাটো জোটের দেশগুলো, ইজরায়েল ও দক্ষিণ কোরিয়ার মতোই ভারত মহাসাগরে মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ রোধ ও সব রকমের মানবিক সাহায্য পাবে ভারত। তবে তার আগে এই বিলটিকেই পাস করাতে হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে।
বিলটি সেনেটে পাস হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর সমীর কালরা। তবে অ্যামি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, তুলসী গাবার্ডের মতো ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস সদস্যরা হাউজে এই বিলটি পাস হওয়া নিয়ে আশাবাদী।
সদ্য পাস হওয়া এই বিলটি ২৯ জুলাই হাউজের অধিবেশন শেষ হওয়ার আগেই তোলা হবে। এই বিলটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাস হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সামরিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
উল্লেখ্য, এর আগে হাউজে বিলটি তোলা হলেও প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় বিলটি পাস করাতে ব্যর্থ হন অ্যামি বেরা, রাজা কৃষ্ণমূর্তিরা। ২০১৬ সালে ভারতকে ‘মেজর ডিফেন্স পার্টনার’ হিসাবে ঘোষিত করে আমেরিকা। এ কারণেই যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক প্রযুক্তি ক্রয়ে অগ্রাধিকার পেয়েছে ভারত।
