5:06 AM, 13 November, 2025

হন্ডুরাসে মাছ ধরার ট্রলার ডুবে নিহত ২৬

honduras-shipwreck-26-people-killed-after-fishing-boat-capsizes

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে মাছ ধরার ট্রলার ডুবে অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দেশটির সশস্ত্র বাহিনী থেকে জানানো হয়, খারাপ আবহাওয়ায় পড়ে ক্যারিবিয়ান সাগরের উপকূলে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানায়, নিষেধাজ্ঞা শেষে জেলেরা লবস্টার (গলদা চিংড়ি) ধরতে যাচ্ছিল। তবে নৌকাটি কিভাবে ডুবে যায় তার কারণ এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানাবে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম বলছে, নৌকাটি ডুবে যাওয়ার আগে একটি জরুরি বার্তা পাঠিয়েছিলেন নাবিক, তবে এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। চিংড়ি ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পরই ৭০টনবাহী ওই নৌকাটি জেলেদের নিয়ে মাছ ধরতে রওনা হয়। উপকূলীয় অঞ্চলটিতে সম্প্রতি শুরু হওয়া মাছ ধরার এ কার্যক্রম আগামী ফেব্রুয়ারি জুড়ে চলবে।