7:01 AM, 13 November, 2025

নর্তকীর সঙ্গে পুলিশ কর্তার নাচের ভিডিও ভাইরাল

untitled-1-recovered_396

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের একটি বারে নর্তকীর সঙ্গে নাচার অভিযোগে ঝারখন্ড রাজ্যের ধানবাদের এলাকার এক পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নর্তকীর সঙ্গে পুলিশ কর্মকর্তার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বরখাস্ত হন তিনি।

ধানবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) কুশল কিশোর সাংবাদিকদের জানিয়েছেন, ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সোমবার রাতে মুহুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দ কিশোর সিংকে বরখাস্ত করা হয়েছে। এরপর তাকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এসএসপি কুশল কিশোর জানান, ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে চালানো প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন। এরপরেই তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে  নন্দ কিশোর সিং সাংবাদিকদের জানান, তিনি প্রায় তিন বছর আগে আসানসোলে গিয়েছিলেন। সে সময় একটি বারে মেয়েটির (নর্তকীর) সঙ্গে নেচেছিলেন তিনি।

তিনি বলেন, মহুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে আসীন হওয়ার আগে ওই ঘটনাটি ঘটেছিল। বর্তমান অবস্থার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।