
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হচ্ছে না। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার দাবি জানিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এ দাবিকে নাকচ করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ জুলাই) পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি নাকচ করে দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, এজন্য সংবিধান সংশোধন প্রয়োজন।
প্রসঙ্গত, গত বছরের ২৬ জুলাই রাজ্যসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখা সংক্রান্ত এক বিল পাশ হয়। এরপর বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়।
পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘২০১৬ সালে সর্বপ্রথম এই নাম পরিবর্তন প্রক্রিয়াটি শুরু হয়। প্রাথমিকভাবে বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’ এই তিনটি নাম প্রস্তাবিত হয়। তবে কেন্দ্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি নাম দেওয়ার জন্য বলেছিল। সে অনুযায়ী আমরা ‘বাংলা’ নামটি প্রস্তাব করেছিলাম।’
পশ্চিমবঙ্গের একজন আমলার ভাষ্যমতে, নামের ক্রমানুযায়ী পশ্চিমবঙ্গের নাম আসতে আসতে স্পিকার এবং শ্রোতারা রাজ্যের বিষয়গুলোর প্রতি মনযোগ এবং আগ্রহ হারিয়ে ফেলেন। সব গুরুত্বপূর্ণ বৈঠকের ক্ষেত্রেই এমনটা হয়ে আসছে। তাই আমাদের নেত্রী (মমতা ব্যানার্জি) এ উদ্যোগ নিয়েছেন। কিন্তু কেউ তার এ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে না।
প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের দ্বিতীয় অংশে পশ্চিমবঙ্গের পালা আসে। এতে করে আলোচকদের কাছে তার রাজ্যের বিষয়গুলো গুরুত্ব হারায় বলে মনে করেন মমতা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম