5:22 AM, 13 November, 2025

লাইভ শোতেই সাংবাদিককে পেটালেন ইমরানের দলের নেতা

আন্তর্জাতিক ডেস্কঃ টিভিতে লাইভ টকশোতে সাংবাদিককে মারধর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের এক শীর্ষ নেতা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা মনসুর আলি সিয়ালের ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সোমবার রাতে পাকিস্তানি একটি টিভি চ্যানেলে ‘নিউজ লাইন উইথ আফতাব মুঘেরি’ নিয়ে টকশো চলছিল। সেখানেই শীর্ষ সাংবাদিক ও করাচি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ খান ফারানের উপর চড়াও হন ওই পিটিআই নেতা।

বিতর্ক চরমে পৌঁছলে ক্ষেপে গিয়ে তিনি উঠে দাঁড়িয়ে সাংবাদিককে ধাক্কা মেরে মাটিতে ফেলে তার উপর ঘুষি চালাতে থাকেন। পরিস্থিতি চরমে ওঠায় উপস্থিত অন্যান্য অতিথি ও ক্রু-রা অনেক কষ্টে তাকে টেনে সরিয়ে আনেন।

এই ভিডিও টুইটারে পোস্ট করেছেন পাকিস্তানের ফ্রিলান্স সাংবাদিক নায়লা ইনায়াত। তিনি লিখেছেন, ‘এটাই কি নয়া পাকিস্তান? লাইভ শোয়ে করাচি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ খানের উপর হামলা পিটিআই এর মনসুর আলি সিয়ালের।’