8:23 AM, 13 November, 2025

‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে ব্যবস্থা নেবে রাশিয়া’

sergei_riyabkov

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে আর কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া ও তার মিত্ররা পাল্টা ব্যবস্থা নেবে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। সোমবার দেশটির অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ কথা বলেছেন।

এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সোমবার ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আর এর পরেই রিয়াবকভ মস্কোর পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইরান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম পার্স টুডে এমন খবর প্রকাশ করেছে।

তবে কী ধরনের ব্যবস্থা নেবেন তা স্পষ্ট করেন নি তিনি। তিনি বলেছেন, ‘নতুন নিষেধাজ্ঞা উত্তজনা বাড়িয়ে তুলবে। তিনি নিষেধাজ্ঞা আরোপ না করে ইরানের সঙ্গে সংলাপে বসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।’

এ দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বলেছেন, ‘ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা করা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি পদক্ষেপ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ইরানের সঙ্গে বার বার আলোচনার কথা বলছেন আবার একই সাথে তখনই তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন। গত বছর পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর ইরানের ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার।