3:49 AM, 13 November, 2025

নারীবাদ হচ্ছে ভণ্ডামী: ট্রামপন্থী রাজনীতিক

candace-owens

আন্তর্জাতিক ডেস্কঃ নারীবাদকে ভণ্ডামী বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কর্মী ও বক্তা ক্যানডেইস ওয়েনস। নারীবাদ আসলে ভণ্ডামী এবং এটি নারীদেরকে উপরে ওঠানোর বদলে বরং নিচে ফেলে দিচ্ছে বলে এক বক্তৃতায় এমন মন্তব্য করেন। সম্প্রতি দেয়া এ বক্তৃতাটির ভিডিও ইউটিউবে প্রকাশ পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রামপন্থী রক্ষণশীল ঘরানার এই রাজনীতিক কর্মী তরুণীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। বক্তৃতার মাঝে ক্যানডেইস তার এক বান্ধবীর গল্প বলেন।

সেই গল্পের উদাহারণ দিয়ে তিনি বলেন, ‘আমি অনেক দেরিতে বুঝতে পারি যে নারীবাদ হলো ভণ্ডামী। আমার বয়স এখন ৫৫ এবং এখনো অবিবাহিত। সন্তান নেয়ার বয়স আমার পার হয়ে গেছে এবং সুখি হওয়ার জন্য এখন আমাকে ওষুধ নিতে হচ্ছে। আমি যদি অতীতে ফিরে যেয়ে কিছু করতে পারতাম তাহলে সেটা হল নারীবাদের ভণ্ডামী সম্পর্কে নিজেকে সতর্ক করা।’

তিনি আরো বলেন, ‘নারীবাদী হওয়ার কারণে তার সেই বান্ধবী এখন অনুশোচনায় ভোগেন।’

তিনি বক্তৃতায় বলেন, ‘নারীবাদ সংক্রান্ত একটি কোর্স ‘ফেমিনিজম ১০১’ তিনি কলেজে থাকতে পড়েন এবং তখন থেকেই উপলব্ধি করেন নারীবাদ তার জন্য নয়।’

তিনি আরো বলেন, ‘নারীবাদ একসময় ভালো ব্যাপার ছিল, কিন্তু এখন তা বামদের দ্বারা ‘ছিনতাই’ হয়ে গেছে।’

এ সময় মাইলি সাইরাস, লেনা ডানহ্যাম ও চেলসি হ্যান্ডলারের মতো নারীবাদী সেলিব্রিটিদের নাম উল্লেখ করে তিনি উপস্থিত দর্শকদের বলেন, ‘আপনাদের কী মনে হয় তারা সুখি? কোনো অবস্থাতেই তারা সুখি নয়। এজন্যই আমি মনে করি নারীবাদ হলো ভণ্ডামী। এটি নারীদের উপরে ওঠানোর বদলে ছিন্নবিচ্ছিন্ন করে নিচে ফেলে দিচ্ছে।’

প্রসঙ্গত,এর আগে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে গড়ে ওঠা #মিটু আন্দোলনের বিরোধীতা করে ক্যানডেইস আলোচনায় এসেছিলেন।