3:26 AM, 13 November, 2025

১২ দিন ধরে সমুদ্রে আটকা ৬৪ বাংলাদেশি

untitled-1_4609

আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিশিয়া উপকূলে আবারো ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী আটকা পড়েছেন। মিশরের একটি নৌকা তিউনিশিয়ার সমুদ্রসীমা থেকে উদ্ধার করলেও তাদের কেউ গ্রহণ করতে রাজি হচ্ছে না। ফলে ১২ দিন ধরে এই ৭৫ জন অভিবাসী তিউনিসিয়ার উপকূলীয়কূলীয় এলাকা জার্জিস থেকে ২৫ কিলোমিটার দূরে সমুদ্রে আটকা পড়ে আছেন।

আটকা পড়া অন্যান্যরা মরক্কো, সুদান ও মিশরের নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ খবর দিয়েছে।

রেডক্রস বলছে, লিবিয়া থেকে একটি গ্রুপে এসব মানুষ ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সমুদ্রপথে। এর মধ্যে ৬৪ জন বাংলাদেশী। বাকিরা মরক্কো, সুদান ও মিশরের নাগরিক। তাদেরকে বহনকারী বোট ডুবে গিয়েছিল কিনা, এসব বিষয় তাৎক্ষণিকভাবে পরিষ্কারভাবে জানা যায় নি।

তিউনিশিয়ার জলসীমায় এসব অভিবাসীকে উদ্ধার করেছে মিশরের একটি বোট। কিন্তু স্থানীয় মেডিনিন কর্তৃপক্ষ এসব অভিবাসীকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

সরকারি একটি সূত্র বলেছে, অভিবাসীদেরকে খাবার ও চিকিৎসা সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা এর কোনোটিই নিতে রাজি নয়। তাদের একটাই দাবি, ইউরোপ যেতে দিতে হবে। এটাই তাদের টার্গেট। উন্নত জীবনের আশা নিয়ে তারা সমুদ্রপথে তাই যাত্রা শুরু করেছে।

উল্লেখ্য, গত মাসে কমপক্ষে ৬৫ জন অভিবাসী নিয়ে তিউনিশিয়া উপকূলে ভূমধ্যসাগরে একটি বোট ডুবে যায়। তাতে বাংলাদেশের বেশ কয়েকজন অভিবাসী ডুবে মারা গেছেন।