ট্রাম্পের হাত চলে গেলো রাণীর গায়েও

আন্তর্জাতিক ডেস্কঃ গত সোমবার বাকিংহাম প্রাসাদে রাজকীয় নৈশভোজে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। এ সময় ট্রাম্প ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম ভেঙে রাণীকে স্পর্শ করেছেন। এসময় তিনি রাণী দ্বিতীয় এলিজাবেথের পিঠে হালকা চাপড় মারতে দেখা যায় ট্রাম্পকে। এরপর তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
৯৩ বছর বয়সী রাণীর প্রশংসায় ওই নৈশভোজে বক্তৃতা দিচ্ছিলেন ৭২ বছর বয়সী ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাণীর কঠোর পরিশ্রম, আমেরিকা-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এসব বিষয়ে কথা বলছিলেন তিনি। কথা শেষ হতে উঠে দাঁড়ান। তার পরেই রাণীর পিঠে সেই হালকা চাপড়। এ সময় রাণীকে নির্বিকার দেখা গেছে।
রাজপরিবারের নিয়ম কিংবা ঐতিহ্য অনুযায়ী, রাণীকে স্পর্শ করা যায় না। তার আগে হাঁটা যায় না। এই পরিবারের সদস্যদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, তার অলিখিত এমন আরো কিছু নিয়ম আছে।
ট্রাম্প অবশ্য এ সবে কর্ণপাত করে একেবারেই সময় নষ্ট করছেন না। তিনি মহা উৎসাহে টুইট করছেন, ‘লন্ডন সফর দারুণ হচ্ছে। রাণী আর রাজপরিবারের সবাই অসাধারণ। ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্ক ভীষণ মজবুত।’
