12:33 AM, 13 November, 2025

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

image-161563-1554023930

আন্তর্জাতিক ডেস্কঃ রাজস্থানের সিরোহী নামক এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার সকালে ভারতীয় বিমানবাহিনীর রুশ প্রযুক্তিতে তৈরি মিগ-২৭ মডেলের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমান বাহিনীর ‘রুটিন মিশনে’মিগ-২৭ ইউপিজি বিমানটি রাজস্থানের যোধপুর থেকে উড্ডয়ন করে।

এর পর যোধপুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে সিরোহীর শেওগঞ্জের কাছে গোদানাতে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হবার পূর্বে পাইলট বিমানটির চালকআসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হন।

গত শতাব্দীর শেষ দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমানগুলো কিনেছিল ভারত।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধে পার্বত্য লক্ষ্যস্থলগুলোতে হামলা চালাতে এসব বিমান ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *