স্কুল শিক্ষার্থীদের চকলেটে মাদক, সর্তকতা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্কুলে শিক্ষার্থীদের মাঝে মাদক মেশানো চকলেট সরবরাহ অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের মাদকের প্রতি আসক্ত করার জন্য একটি চক্র এমন কাজ করছে বলে ধরণা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রিয় সংস্থা নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এ বিষয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সচেতন করতে শুরু করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার এমন খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে এনসিবি’র পূর্বাঞ্চলের কর্মকর্তা দিলীপ শ্রীবাস্তব জানান, এখন পর্যন্ত কলকাতা বা রাজ্যের অন্যত্র স্কুল শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দেয়ার ঘটনার কথা তাদের কানে আসেনি। সম্প্রতি দিল্লি ও মুম্বইয়ের দু’টি স্কুলে এ রকম ঘটনা ঘটেছে। সেখানে স্কুল শুরুর আগে, টিফিন টাইমে বা ছুটির পরে একদল লোক ছোট বাচ্চাদের হাতে সুন্দর দেখতে এই চকলেট তুলে দিচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। দুই শহরের দুই শিশু এমন চকলেট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তিও করা হয়েছে।
তিনি আরো বলেন, এই কারণে, কলকাতা তথা রাজ্যের অন্যত্র স্কুলগুলিকে এবং অভিভাবকদের হোয়াটসঅ্যাপ মারফত সতর্ক করা হচ্ছে। যে চক্র অন্য রাজ্যে সক্রিয় তারা যে কোনও সময়ে এই রাজ্যেও হানা দিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
দিলীপ আরো বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে কলকাতার বেশির ভাগ স্কুলকেই আমরা বিষয়টি জানাব। বলা হবে, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদেরও সতর্ক করতে।’
খবরে বলা হয়, চকলেটের মধ্যে আফিম মিশিয়ে দেয়া হচ্ছে। ওই মাদক মেশানো চকলেক খাওয়ার পরে বাচ্চারা বার বার খেতে চাইবে এবং তখন এই মাদকের আরো বিক্রি হবে। সেই উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কোনো অপরিচিত ব্যক্তির হাত থেকে বাচ্চারা যাতে কোনো প্রকার চকলেট বা ক্যান্ডি না নেয়, সেজন্য বাচ্চাদের সতর্ক করতে হবে। শুধু অপরিচিত ব্যক্তিই নয়, ওই রকম দেখতে কোনো চকলেট বা ক্যান্ডি বন্ধুদের কাছ থেকেও নিতে নিষেধ করা হয়।
এখন পর্যন্ত ‘স্ট্রবেরি কুইক’ নামে এক ধরনের চকলেট নিয়ে সব চেয়ে সন্দেহ দেখা দিয়েছে। তার স্বাদ ও গন্ধ দুই’ই স্ট্রবেরির মতো। এর ভিতরে রয়েছে মাদক। চকলেট, কোলা, চেরি, আঙুর, কমলালেবুর স্বাদেও পাওয়া যাচ্ছে মাদক মেশানো চকলেট বলে শঙ্কা করছেন সংস্থাটির কর্মকর্তারা।
