
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ৩১ জন। বুধবার ভেরাক্রুজপ্রদেশের মালট্রাটা নামক স্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাতে সিএনএনের খবরে বলা হয়, ক্যাথলিক তীর্থযাত্রীদের নিয়ে মেক্সিকো সিটি থেকে গুতিয়ারেজ শহরে যাচ্ছিল বাসটি। ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে নিজ শহরে ফিরছিলেন তারা।
ঘটনাস্থলে পৌঁছালে বাসটি ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।
ভেরাক্রুজপ্রদেশের সরকারের পক্ষ থেকে এক টুইটবার্তায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম