3:49 AM, 13 November, 2025

জাপানে ছুরিকাঘাতে স্কুলছাত্রীসহ নিহত ২

untitled-1_4498

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষারত একটি ক্যাথলিক স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এক যুবকের ছুরির আঘাতে এক স্কুলছাত্রী ও এক বৃদ্ধ নিহত এবং ১৭ শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে টোকিওর নিকটবর্তী শহরটিতে এ ঘটনা ঘটেছে।

কাওয়াসাকি ফায়ার সার্ভিস বিভাগের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, আজ স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে তারা একটি জরুরি ফোন পান, তাতে বলা হয়, বেশ কিছু স্কুলগামী শিশু ছুরিকাহত হয়েছে।

হামলাকারী ব্যক্তি একটি বাস স্টপের কাছে মানুষজনকে ছুরিকাঘাত করতে শুরু করে বলে বিবিসি জানায়। বাস স্টপটি একটি স্থানীয় রেলস্টেশনের নিকটবর্তী। কেন ওই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

এদিকে এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় বলে জাপানের সংবাদ মাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে। আটকের আগে ওই ব্যক্তি নিজেই নিজের কাঁধে ছুরি চালান। এরই মধ্যে ওই ব্যক্তি মারা গেছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুটি ছুরি উদ্ধার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, ঘটনাস্থলে তাঁবু খাটিয়ে আহতদের জরুরি সেবা নিশ্চিত করা হচ্ছে।

জাপানে সহিংস অপরাধের হার খুবই কম। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।