1:25 PM, 13 November, 2025

প্রধানমন্ত্রীর নাম নিয়ে জাপান সরকারের বার্তা

shinzo-abe_0

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রীকে এতদিন ধরে বিশ্ববাসী শিনজো আবে নামেই জানতো। তবে এখন থেকে তার নাম আবে শিনজো হিসেবে লেখার জন্য পাশ্চাত্য গণমাধ্যমকে অনুরোধ জানানোর পরিকল্পনা করেছে জাপান সরকার।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো জানান, তাদের সরকারের প্রত্যাশা এখন থেকে প্রধানমন্ত্রীর নাম যেন আবে শিনজো লেখা হয়। যেমন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

প্রসঙ্গত, জাপানিরা তাদের নামের প্রথমে পরিবারের নাম কিংবা উপাধি ব্যবহার করে থাকে। চীন এবং দক্ষিণ কোরিয়ায়ও একই রীতিতে মানুষের নাম রাখা হয়।

তারো কোনো বলেন, ‘আমি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি এই ব্যাপারে অনুরোধ করার পরিকল্পনা করছি। তিনি আশা করেন, জাপানে প্রচলিত ইংরেজি সংবাদ মাধ্যমও যেন এখন থেকে এই নিয়মেই প্রধানমন্ত্রীর নাম সংবাদপত্রে প্রকাশ করে।’

উল্লেখ্য, প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে জাপানিরা ইংরেজিতে তাদের নাম ইংরেজদের মত করে লিখতে শুরু করে। অর্থাৎ প্রথমে নিজের নাম এরপর পরিবারিক পদবি কিংবা উপাধি। মেইজি যুগে (অক্টোবর ১৮৬৮ থেকে জুলাই ১৯১২) জাপানে ইংরেজদের মত নাম লেখার প্রবণতা শুরু হয়। মূলত আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই তারা নিজেদের নাম লেখার ক্ষেত্রে এধরনের অনুশীলন করা শুরু করেন।