12:33 AM, 13 November, 2025

বুরকিনা ফাসোর গির্জায় বন্দুক হামলা, যাজকসহ নিহত ৬

gunmen-kill-6-in-burkina-faso-catholic-church

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুকধারীদের হামলায় যাজকসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, রবিবার স্থানীয় সময় সকালের দিকে হঠাৎ ডাবলোর উত্তরাঞ্চলীয় শহরে এ হামলা চালানো হয়।

এএফপি জানায়, সশস্ত্র ব্যক্তিরা গির্জায় ঢুকে গোলাগুলি শুরু করে। তখন সেখানে জড়ো হওয়া লোকজন পালাতে শুরু করেন।

গত পাঁচ সপ্তাহের মধ্যে বুরকিনা ফাসোতে এটি তৃতীয় হামলা।

শহরের মেয়র জংগো বলেন, যাজকসহ অন্যরা স্থানীয় সময় সকাল ৯টার দিকে হামলায় নিহত হন।

এদিকে বিবিসি দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, জঙ্গিরা নিকটস্থ কয়েকটি দোকান ও একটি স্বাস্থ্য কেন্দ্রে আগুন দিয়েছে।