আন্তর্জাতিক ডেস্কঃ হলিউডের ডলবি থিয়েটারে ২৭ মার্চ বসছে অস্কার অনুষ্ঠানের ৯৪তম আসর। তবে করোনা প্রভাবের জন্য এবারের আয়োজনে থাকছে কিছু বিধি নিষেধ। যদিও এর আগে একবার বলা হয়েছিল কোন বিধি নিষেধ থাকছে না এবারের আয়োজনে।
তবে সেই কথা থেকে সরে এসেছে আয়োজিত কমিটি। এবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে, অনুষ্ঠান চলাকালে ডলবি থিয়েটারের ভেতরে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনেকটা নিয়মটা বদলে যাবে।
এদিকে মিলনায়তনের সামনের সারিতে বসবেন আসরে মনোনীত সব শিল্পী ও তাদের অতিথিরা। এ ক্ষেত্রে সবার মাস্ক ব্যবহার না করলেও চলবে। কারণ, তারা স্বাভাবিকের চেয়ে বেশ দূরত্ব বজায় রেখে বসবেন সবাই।
কিন্তু তিনতলা ডলবি থিয়েটারে আসন রয়েছে ৩ হাজার ৩১৭টি। আমন্ত্রণ জানানো হয়েছে ২ হাজার ৫০০ জনকে অতিথিকে। মাঝের তলায় যারা বসবেন, তাদের জন্য মাস্ক বাধ্যতামূলক থাকতে পারে মাস্ক। কারণ, তাদের সবাইকে পাশপাশি বসতে হবে।
তবে উক্ত অনুষ্ঠানে সবারই থাকতে হবে করোনামুক্ত টিকা সনদ। নয়তো অস্কারের এই আসরে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কতৃপক্ষ।
গত ৮ ফেব্রুয়ারি ৯৪তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টির বেশি দেশে সরাসরি যাবে এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম