ইংল্যান্ডের আকাশে ধরা পড়লো রহস্যময় এক ছবি। ছবিতে দেখা যাচ্ছে, আকাশের বুকে ভেসে উঠেছে একটি আগুনের গোলা। এই ছবিটি কোনো বিমানের নাকি কোনো (Unidentified Flying Object) ইউএফও-র, তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে।
ডেইলি মেইল’এর প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের কেমব্রিজশায়ার শহরের বাসিন্দা ৫৫ বছরের গ্যারি আন্ডারউড প্রথমে আকাশে ওই দৃশ্য দেখতে পান। এরপর সেটার ছবি তুলে তিনি সামাজিক যেfগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
গ্যারি আন্ডারউড বলেন, অতীতে আকাশে বিভিন্ন রকমের তারা দেখলেও ওই মুহূর্তে আকাশের চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। তার দাবি, আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কোনো জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে।
গ্যারি আন্ডারউড জানিয়েছেন, ওই আগুনের গোলা ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছিল। সেটির পেছনে যেন একটি আগুনের লেজ তৈরি হয়েছিল। ওই আগুনের গোলা অবশ্য পৃথিবীর দিকে নেমে আসার কয়েক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। মিনিট খানেক তা আকাশে দেখা যায় বলে দাবি ওই প্রত্যক্ষদর্শীর।
তবে ক্যামব্রিজের মতো ফুটে ওঠা ওই বস্তুটি আসলে ঠিক কী, সে বিষয়ে এখনো কোনো কিছু জানাতে পারেননি বিশেষজ্ঞরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম