1:25 PM, 13 November, 2025

ফেসবুক, টুইটার ছাড়ার কথা ভাবছেন মোদি

modi_16

সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেয়া কথা ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ মার্চ, সোমবার নিজের এই ভাবনার কথা টুইট করে জানান মোদি। তবে কি কারণে তিনি সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ করতে চান সে বিষয়ে কিছু বলেননি। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

নরেন্দ্র মোদি টুইটে জানান, এক সপ্তাহে তিনি তার ট্যুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব একাউন্ট বন্ধ করে দেয়ার কথা ভেবেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদির প্রচুর ফলোয়ার্স রয়েছে, টুইটারে তার ফলোয়ার সংখ্যা ৫৩.৩ মিলিয়ন, ফেসবুকে ৪৪ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৩৫.২ মিলিয়ন।

ভারতে ২০১৪ লোকসভা নির্বাচনের পর, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে একটিই সাংবাদিক সম্মেলন করেছেন নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সমর্থকদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে গর্ব করেন মোদি।

২০০৯ সালে ফেসবুক এবং টুইটারে একাউন্ট খোলেন নরেন্দ্র মোদি। এরপর থেকেই সেখানে খুবই সক্রিয় থাকেন তিনি এবং প্রত্যেকটি পোস্টে হাজার হাজার ‘লাইক’ ও ‘কমেন্ট’ আসে।

মোদির এই পোস্টে কয়েক মিনিটের মধ্যেই হাজারখানেক ‘লাইক’ পড়ে। আর মাত্র আধা ঘণ্টার ব্যবধানে এ ঘোষণায় ৩০ হাজার লাইক, কমেন্ট ১৬ হাজার এবং ১০ হাজারবার রিটুইট হয়েছে।

যদিও দিল্লি সহিংসতার মতো সম্প্রতিক বিভিন্ন ঘটনায় তার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। দিল্লিতে সংঘর্ষ নিয়ে তিনদিন পর মুখ খুলেছিলেন মোদি।