6:03 AM, 13 November, 2025

আমিরাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে সংবর্ধনা

FB_IMG_1581763871819

এস রহমান সোহেল,
আরব আমিরাত সংবাদদাতা:

সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ রেডিসন ব্লু  বলরুমে বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাত এর আয়োজনে সাবেক গণপূর্তমন্ত্রী ও সদ্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম কে গন সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয় পরে অনুষ্ঠানে ভাষা শহিদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শারজায় রেডিসন ব্লু  বলরুমে আয়োজিত বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সিআইপি বাবু রাখাল কুমার গোপ।

শাহ মাকসুদ এবং নাসির উদ্দিন কাওসারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সংবর্ধনা অনুষ্ঠান পরিষদের সদস্য সচিব মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ড. আফজাল হোসেন, রাজউক এর চেয়ারম্যান সাইদ নূর আলম, যুগ্ম সচিব উম্মে সালাম তানজিয়া, কৃষিবীদ আমিনুর রহমান শামীম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান জামাল আহমদ, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন জি এম জায়গীরদার।  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  ড. রেজা খান, আইয়ূব আলী বাবুল, ইসমাইল গণি চৌধুরী, প্রকৌশলী এস এ মোর্শেদ, কাজী মোহাম্মদ আলী, শেফালি আক্তার আঁখি, কাওসার নাজ, দেলোয়ার আহমদ সহ আরো অনেকে।

এ সময় আমিরাত প্রবাসী বাংলাদেশীদের নানা সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনু্ষ্ঠানে আমিরাতে বিভিন্ন স্টেটের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।