শ্রীলঙ্কায় সিরিজ হামলা : ৭ সন্দেহভাজন গ্রেপ্তার

শ্রীলংকায় গির্জা এবং হোটেলে বোমা হামলার ঘটনায় ৭ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেওয়ারদেনে। রবিবার খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে এই ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে।
শ্রীলংকার প্রতিরক্ষামন্ত্রী রাজধানী কলম্বোতে সাংবাদিকদের জানান, বোমা হামলার ঘটনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।
এছাড়া ভুল তথ্য এবং গুজব ছড়ানো বন্ধ করার জন্য সারা দেশে ফেসবুক, হোয়াটস অ্যাপসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান সরকারী কর্মকর্তারা।
উল্লেখ্য,রবিবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল এবং দেশটির তিনটি গির্জায় বোমা হামলার ঘটনায় ২০৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি রয়েছেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। নিহত বিদেশিরা ওইসব হোটেলে অবস্থান করছিলেন।
এদিকে রবিবারের নৃশংস ওই হামলার ঘটনার দায় এখনো কোন সংগঠন স্বীকার করেনি। তবে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং শ্রীলংকাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
