আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কলকাতা শহরের নারকেলডাঙ্গায় এক যুবককে ১৫ বছরে সশ্রম কারাদন্ড দিয়েছে রাজ্য হাইকোর্ট। অভিজিত নামের এই যুবককে আদালত ধর্ষণের দায়ে ১০ বছর এবং অপহরণের দায়ে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এই খবর প্রকাশ করে।
মঙ্গলবার ওই মামলায় ১৪ বছরের কিশোরীকে অপহরণ, জোর করে বিয়ে এবং বলপূর্বক ধর্ষণের অভিযোগে অভিজিতকে দোষী সাব্যস্ত করে এই রায় দেয় কলকাতা হাইকোর্ট।
গত বছর ডিসেম্বর মাসে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে বেরিয়ে নিখোঁজ হয় মেয়েটি। অভিজিত নামের এক যুবক তাকে লোভ দেখিয়ে তুলে নিয়ে গিয়ে জোর করে একটি মন্দিরে বিয়ে এবং জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানতে পরা যায়। এই ঘটনার পর মেয়েটির মা থানায় মামলা করলে অভিজিতকে গ্রেফতার করে পুলিশ।
মামলার শুনানির সময় মেয়েটি নিজের দেয়া বক্তব্য জানায়, সে আগে অভিজিতের সঙ্গে তিন বছর সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু ওই দিন অভিজিৎ তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল।
তবে অভিজিত দাবি করেন, তার কোন দোষ নেই, মেয়েটি স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম